Gourab Roy Choudhary Instagram – কেদারা
প্রেক্ষাগৃহের আলো নেভে,
আমার চোখ তোমায় চেয়ে।।
চলচ্চিত্র পর্দায় জুড়ে,
আমার গল্প তোমায় ঘিরে।।
শীতের দুপুর শেষ হয়ে যায়,
বিকেলের শহর একটু ব্যস্ত।।
আমার কাছে টেক্সট এলো,
কাছের প্রেক্ষাগৃহে … তুমি আসছ।।
ঝটপট আবেগ পুরলাম,
সঙ্গে নিলাম অনেক আশা।।
তোমার পাশেই ছিলাম আমি,
মাঝের কয়েকটা বসার সিট ফাঁকা।।
পর্দা জুড়ে শুধুই তুমি,
হাততালিতে মগ্ন নই।।
হাসিমুখে চেয়েই ছিলাম,
কেউ বলল টিকিট কই?
প্রেক্ষাগৃহের গল্প ফুরলো,
আমার গল্প তোমায় ঘিরে।।
সন্ধ্যেবেলায় টিকিট কাটি,
কবে বসবে আমার পাশের সিটে ?
~~ গৌরব রায় চৌধুরী ~~ | Posted on 15/Jan/2023 19:06:54