Gourab Roy Choudhary Instagram – রূপোর চাঁদ
অভ্যেসগুলো পুরনো হল,
হাসি খুঁজি পূর্ণিমার রাতে ।।
সূর্য যতই বিদায় নিক,
রূপোর চাঁদ কিন্তু ঠিক আগলে রাখে ।।
কত কোলাহল,
কত ব্যস্ততা ।।
একলা বসে আকাশ ছুুঁই,
আমার গল্পগুলো নয় যে রূপকথার ।।
মাঝে মাঝে ছায়া দেখি,
সবটাই যে কাল্পনিক ।।
মাঝে মাঝে তোমায় যে খুঁজি,
আজকাল হয়েছি একটু বোরিং দার্শনিক ।।
চাঁদ যখন পুব আকাশে,
শুকতারাও ভোরে হাই বলে ।।
সুখ যেন সবার জীবনে,
আকাশ থেকে ঝরে পড়ে ।।
রাত্রি শেষে ভোর হবে,
আমার কথা এবার শেষ ।।
জীবনটা যে রূপকথার নয়,
আমার গল্পে আমি যে আছি বেশ … আমি যে আছি বেশ ।।
~~ গৌরব রায় চৌধুরী ~~ | Posted on 11/Jan/2023 16:42:55