Home Actress Aparajita Auddy HD Photos and Wallpapers April 2023 Aparajita Auddy Instagram - Adi yogi..... Har har Mahadeb#reelsindia #viral #Instagram

Aparajita Auddy Instagram – Adi yogi….. Har har Mahadeb#reelsindia #viral #Instagram

Aparajita Auddy Instagram - Adi yogi..... Har har Mahadeb#reelsindia #viral #Instagram

Aparajita Auddy Instagram – Adi yogi….. Har har Mahadeb#reelsindia #viral #Instagram | Posted on 08/Apr/2023 18:07:44

Aparajita Auddy Instagram – এই অভিনেতা কে নতুন করে পরিচয় করানোর কোনোই প্রয়োজন নেই আপনাদের অত্যন্ত প্রিয় রামকৃষ্ণ দেব ( রাসমনি) সিরিয়াল এ… সৌরভ সাহা… আমি এর অন্ধ ভক্ত আজ থেকে না  ২০০৭ থেকে যখন সৌরভ বামাক্ষ্যাপা চরিত্রে অভিনয় করত তখন থেকেই….. আজ ঘরে ঘরে zee বাংলা র জন্য ওর বাড়ি গিয়েছিলাম খড়দা তে….. আমি জানি শিল্পী হিসেবে ও যেমন মানুষ কে মুগ্ধ করেছে…. মানুষ হিসেবেও ও অনেক বড় মাপের একজন মানুষ…. অনেকদিন পরে কারোর আন্তরিকতার আর আতিথেয়তার জন্য বার বার চোখে জল এসে যাচ্ছিলো শুধু সৌরভ একাই নয় বাড়ির সবাই এক কথায় অসাধারণ তার সাথে তার এই মিষ্টি বউ টি সুস্মিতা এবং এক টি দুষ্ট ছেলেও আছে…. আমি দক্ষিণী ছবির নায়ক প্রভাস এর খুব নাম শুনেছি সে সবাইকে এত আপন করে নেয় এত অতিথিসেবাপরায়ণ.. আমি শুনেছি…. কিন্তু সৌরভ কে দেখলাম যার কোনো আমি ভাব নেই শুধু সমর্পণ আছে… তাই বোধহয় যেকোনো জ্ঞানী মানুষ কে পর্দায় অত. নিখুঁত ফুটিয়ে তুলতে পারে….. আজ যখন সবাই আমরা পরের প্রজন্মের ব্যবহার এবং তাদের রুচি ও আচার নিয়ে ক্ষোভ প্রকাশ করি তখন এরাই চোখে আঙুল দিয়ে দেখায় আমরা ভুল নিরবচ্ছিন্ন ভালো বা খারাপ কিচ্ছু নেই সব কালে এই দুই মিলে মিশে থাকে আর সব টাই বোধহয় নির্ভর করে বাড়ির শিক্ষার ওপর….. এই সন্তানদের বাবা মায়ের জয়…. আজ আমি বললাম আমি তো এতটা খেতে পারবো না রে সৌরভ বলল তোমার প্রসাদ আমি খেয়ে নেবো…. আমার বাড়ির কোনো সন্তান কখনো এই শিক্ষায় শিক্ষিত হবে কিনা আমি জানি না….. চাইবো এই চৈতন্য যেনো ইশ্বর সবাই কে দেন…… বাবা তোর জয় হোক…. ঠাকুর তোর মধ্যেই আছেন….. আর সবার মধ্যে আছেন যারা এই প্রজন্মের হয়েও শিকড়ের মাহাত্ম্য বোঝে…. 🙏🙏🙏এই আনন্দ সারা জীবনের…#zeebangla
Aparajita Auddy Instagram – বাঁধ ভাঙা চাঁদের হাসি….. #reelsindia #viral #Instagram

Check out the latest gallery of Aparajita Auddy