Gourab Roy Choudhary Instagram – শেষ গ্রন্হ
তর্কের সাথে গল্প বোনা,
নকশি কাঁথা কাল্পনিক।।
সহজ পথ সহজ নয়,
খিদের টানে সব লাগে ঠিক।।
খিদে মানে অন্ন নয়,
অন্যের অন্নে পরিহাস।।
কারোর পাতে সামান্য নুন,
দেখে চাহিদা করে উপহাস।।
গরীব, মধ্যবিত্ত, ওপরওয়ালা,
সবেতেই চাহিদা শ্রেষ্ঠ।।
আসল ওপরওয়ালা মুচকি হাসে,
মূর্খ… সবেতেই সৃষ্টি অনন্ত।।
প্রেম, সম্পর্ক, পরিবার,
সবটাই মায়ার সুতোয় বোনা।।
খারাপ ভালো সব সুতো যার,
চাহিদা আঠা দিয়ে লাগায় জোড়া।।
মর্ত্যে শ্রেষ্ঠ সবাই,
সবাই.., পবিত্র গ্রন্থের মতন পবিত্র।।
শব্দের জালে বুনেই চলেছে,
যে যার নিজের শেষ গ্রন্থ।।
*** গৌরব রায় চৌধুরী *** | Posted on 05/Jun/2023 13:55:12