Aneek Dhar

Aneek Dhar Instagram – আজকাল বেশির ভাগ সময় আমরা বাইরে থেকে খাবার এনে খাই। কখনো স্টুডিওতে কখনও বাড়িতে, হরদম অর্ডার এসেই চলেছে। তাই বাড়ির রান্না পেলে মনটা খুশি হয়ে যায়। বিশেষ করে আমার শাশুড়ি মা-র হাতের রান্না আমার খুব প্রিয়। আর তার চেয়েও বড় কথা হলো, এই গরমের মধ্যে এতো কিছু রান্না করা। সত্যি এই ভালোবাসার কোন জবাব নেই।আমাদের প্রজন্মের বোঝা উচিৎ যে আমরা আমাদের পরের প্রজন্মকে এইরকম ভালোবাসা দিতে পারবো কি না ? শুধু এক গাদা টাকা থাকলেই হলো না, মানসিকতাটাও থাকা উচিৎ।যাই হোক, আশাকরি রোববারের খাওয়া আপনাদেরও ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে, লাইক করবেন, দোয়া করবেন। 😇❤️🙏 | Posted on 19/May/2024 17:12:24

Aneek Dhar

Check out the latest gallery of Aneek Dhar