Aparajita Auddy

Aparajita Auddy Instagram – সাতাশ টি বসন্ত পেরিয়ে আঠাশে পা। এই বেশ ভালো আছি।আর মজার ব্যাপার হলো আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর, আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়ালো। অদ্ভুত ভাবে দাদার বিবাহের দিন ২ রা আগস্ট, আমার ৮, এবং আরও একটা মজার ব্যাপার হলো বাবা ১৫ই আগস্টের দিন পরাধীনতা বরণ করে মা কে বিবাহ করেন; আর অগত্যা একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন 😃😃😃😃😃।

এবছর আবার আরেক অদ্ভুত ঘটনা ঘটছে ২০২২-এ আমার জন্মদিনের সব দুই পড়ে ছিল মানে ২:২:২০২২। আর এবারে বিবাহ বার্ষিকী পড়েছে ৮:৮:২০২৪ মানে ৮:৮:৮।

বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা; প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরও দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গেই থাকেন।

#anniversary #marriageanniversary #love #loveofmylife #mylove #27thanniversary #life #love #aparajita_adhya_official | Posted on 08/Aug/2024 01:06:36

Aparajita Auddy
Aparajita Auddy

Check out the latest gallery of Aparajita Auddy