Antara Naina Roy Majumder Instagram – আসেক্সুয়াল প্রপাগেশনে একটা পাতা থেকে নতুন গাছের জন্ম হওয়া 🌱ব্যপারটায় ছোটো থেকেই আমার খুব ইন্টরেস্ট..বছর পাঁচেক আগে একদিন রাস্তায় সারি দেওয়া স্নেক প্ল্যান্টের বেড়া দেখে থমকে যাই..’এত এত গাছ থেকে একটা তুলে নিয়ে গেলে কিছু হবে?’..যেই কথাটা মিনমিন করে বললাম..কিরণ দত্ত হনহন করে অন্য দিকে হাঁটতে লাগলো আর বলতে লাগলো ‘আমি তোমাকে চিনি না..চুরি করা মহাপাপ আর তোমার পাপের ভাগী আমি হতে পারবো না!’
উফ্! আমি যেন দস্যু রত্নাকর !😑অনেক কাকুতি মিনতি করতে করতে বোঝাতে লাগলাম যে ‘গাছও বিদ্যার মত..জ্ঞানের মত..চারিদিকে ছড়িয়ে দিতে হয়..শুধু নিজের কাছে আটকে রাখতে নেই!’
কিন্তু সে তো কিছুতেই দাঁড়াবে না..পারলে সত্যিই আমায় রেখে পালায়..আর আমিও গাছগুলোর জন্য কান্নাকাটি করছি আর বলছি অতগুলো থেকে একটা নিলে কি হয়?কেউ বুঝতেও পারবে না!
তবুও সেটা চুরি..অন্যের গাছ না বলে তুলে নেওয়া সত্যি বড় অন্যায় .. 😓 সেটা নিজেও বুঝতে পেরে খুব দুঃখী মনে সেই স্নেক প্ল্যান্টগুলের বাহার দেখতে দেখতে হাঁটতে লাগলাম..সেটা নিজেরই ইচ্ছায় বললে মিথ্যে বলা হবে..আমার হাত ধরে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল আরকি ! 🌚বেড়ার শেষপ্রান্তে আসতেই দেখি একটা গাছের কিছুটা অংশ কেউ ভেঙেছে বা কিছু হয়েছে যার জন্য কয়েকটা পাতা মাঝখান থেকে শুকিয়ে পড়ে যাবার মত অবস্থা..আমি সুযোগ পেয়ে লাফিয়ে হাত বাড়িয়ে ধরতেই আমার আরেক হাতে টান..সেই টানে আধা শুকনো পাতাটা ছিঁড়ে আমার হাতে 🥹 উফ্ সেই কি আনন্দ ..কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল এই আমাদের শেষ দেখা আর এখন একটা পাতা আমার হাতে! আমি কিরণ দত্তের সেই ফ্যাকাশে চোখমুখ দেখে এক সেকন্ডও না ভেবে বলে দি যে ‘দেখো এই পাতাটা এখানে থাকলে তো নষ্টই হয়ে যেত..আমি একে নতুন জীবন দেবো..’(মনে মনে শিওর গাল দিয়েছিল তখন😬)
সেই বাড়ি ফিরে আমার প্রথম লিফ কাটিং থেকে প্রপাগেশনের চেষ্টা শুরু..মা যে তারপর কতজনকে সেই স্নেক প্ল্যান্ট দিয়েছে তার হিসেব নেই..আর এখন কিরণ দত্তর স্টুডিওতেও একটা বড় পটে তার সেই কি বাহার! আজকাল এদিক ওদিক তাকিয়ে টুক করে গাছের ডাল ভেঙে আনার রিল খুব ভাইরাল হচ্ছে..খুব বড় গাছ থেকে একটা ছোট্ট ডাল প্রোপাগেশনের ইচ্ছেয় নেওয়াটা খুব খারাপ বলে আমার মনে হয়না তবে গাছের খেয়াল রাখতে পারলে তবেই নেওয়া উচিৎ..যারা গাছ ভালোবাসে ,যত্ন করতে জানে তাদের মধ্যে গাছ দেওয়ানেওয়া থাকা উচিৎ বলেই আমার মনে হয়..নতুন গল্প নতুন সম্পর্ক নতুন প্রাণের সৃষ্টি হয়..
যাইহোক আজ আমার জিজি প্ল্যান্টের পাতা থেকেই তৈরী হওয়া ছানাকে রিপট করলাম..কত দিন কত মাসের অপেক্ষার পর ওকে দেখে কি যে শান্তি লাগছে !!তাই টাইমলাইনে থেকে যাক আমাদের এই গল্পটা..❤️ | Posted on 08/May/2024 20:16:10
Home Actress Antara Naina Roy Majumder HD Photos and Wallpapers September 2024 Antara Naina Roy Majumder
Check out the latest gallery of Antara Naina Roy Majumder



