Antara Naina Roy Majumder Instagram – যেই দেশের মানুষ সভ্য হতে চায়না, যতই গলা ফাটান সে দেশের ভালো কোনোদিনও হবেনা!!
একজন ডাক্তার যে মানুষের প্রাণ বাঁচান তাকে ধ র্ষ ণ এবং হ ত্যা করা হল তারপর সেই নৃশংস ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টাও করা হল !!ভাবতে পারছেন?? এতই সহজ ??
এই অমানুষগুলোকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে সমাজ সংস্কার করতেই হবে .. কোনো মেয়ের দিকে নোংরা ভাবে তাকালেও চোখগুলো যাতে উপড়ে নেওয়া হয়.. ভিড় ট্রেনে বাসে পেছন থেকে মেয়েদের গায়ে হাত দেওয়া মাত্র যেন ঘুরে সেই হাতগুলোই ভেঙে গুঁড়িয়ে দেওয়া যায়!
জট পাকিয়ে যাওয়া সুতোকে জটমুক্ত করেই এই হৃৎপিণ্ডে ফুল ফোটানোর চেষ্টা করেছি ..অনেক বাধা এসেছে .. অনেক সময় লেগেছে ..সুচ ফোটা হাত আর ঝাপসা চোখ নিয়ে অনেক ধৈর্যের পর এই ফুলের দেখা পাওয়া গেছে ..
তাই সব জটমুক্ত করে সবাই মিলে সুন্দর সমাজ গড়ি চলুন ❤️ | Posted on 10/Aug/2024 13:15:07